ইসরাইলের দখলের থাকা জেরুজালেমের পুরাতন শহরের কাছে একটি বাসে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক অন্তঃসত্ত্বাসহ আহত হয়েছেন আটজন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলের পুলিশ।
রোববার (১৪ আগস্ট) ভোরের দিকে বাসটিতে হামলার ঘটনা ঘটে। ইসরাইলি বসতিদের বহনকারী একটি বাস ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষা করছিলো। যাত্রীরা বাসটি ছাড়ার অপেক্ষায় ছিলেন। ওই এলাকার অন্য এক পার্কিং লটে দ্বিতীয় বন্দুক হামলা হওয়ার খবরও পাওয়া গেছে।
আক্রান্ত বাসের চালক ড্যানিয়েল ক্যানিভস্কি জানান, বাস নিয়ে তিনি ওয়েস্টার্ন ওয়ালের দিক থেকে আসছিলেন। তাঁর বাস তখন যাত্রীতে ভরা। এ সময় এক বন্দুধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তিনি আতঙ্কিত হয়ে বাসটি টম্ব অফ ডেভিডের কাছে থামিয়ে দেন।
হামলার পরে বন্দুকধারীকে খুঁজছে সেদেশের পুলিশ। ওই এলাকার অন্য এক পার্কিং লটে দ্বিতীয় বন্দুক হামলা হওয়ার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যম। তদন্ত শুরু করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে ইজরাইলি পুলিশ।
গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিমতীর এলাকায় ইজরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহের উত্তেজনা চলার পর এই বন্দুক হামলা হল। এর আগে গাজায় ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসলাইলি যুদ্ধবিমান।
দখল করা পশ্চিমতীর এলাকা থেকে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তারের পর এ অভিযান চালানো হয়। বিমান হামলায় ১৭ শিশুসহ ৪৯ ফিলিস্তিতি ও দুজন ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হন। আহত হন কয়েকশ’ ফিলিস্তিনি বেসামরিক মানুষ।
জবাবে ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ’ রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ। তবে, সেসবের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। কোনো ইজরাইলি মারা যায়নি বা গুরুতর আহত হয়নি। মিশরের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে এ উত্তেজনার নিরসনও হয়েছে।