কাশ্মীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাদানুবাদের পর পাকিস্তানকে বাংলাদেশে গণহত্যার ‘লজ্জাজনক ইতিহাসের’ কথা মনে করিয়ে দিলো ভারত।
বৃহস্পতিবার (২ জুন) ভারতে জাতিসংঘ মিশনের উপদেষ্টা কাজল ভট্ট বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তানের অত্যাচারের ফলে হাজার হাজার মানুষকে হত্যা ও হাজার হাজার নারীকে ধর্ষণ করা হয়।
বর্তমানে ভারত বিভিন্ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন রোধে জবাবদিহিতা ও সুবিচার প্রতিষ্ঠায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অন্যদিকে পাকিস্তান কেবল ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রোপাগান্ডার ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে।
‘তবে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তার লজ্জাজনক ইতিহাসের জন্য পাকিস্তান এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা জবাবদিহিতাও করেনি’, বলেন তিনি।
নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের ক্ষেত্রে জবাবদিহিতা ও সুবিচার নিশ্চিতকরণ’ বিষয়ে বিতর্কের আহবান জানায় পরিষদের প্রেসিডেন্ট আলবেনিয়া।
এসময় ভারতের বিরুদ্ধে কাশ্মীরে ‘আন্তর্জাতিক অপরাধ আইনের ভয়াবহ লঙ্ঘনের’ অভিযোগ আনেন পাকিস্তানের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি আমির খান।
কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়ে একে মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এর জবাবে কাজল ভট্ট পাল্টা অভিযোগ করে বলেন, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা জম্মু ও কাশ্মীরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে জনসংখ্যায় পরিবর্তন আনতে চায়।