ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলে ময়ূর বিহার এলাকায় নিজ বাড়ির সামনে এক স্থানীয় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ময়ূর বিহারের ফেজ-৩ এ নিজ বাড়ির সামনের একটি পুল থেকে জিতু চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। এসময় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।