ভারতে সরকারি কর্মকর্তা সেজে একটি পরিত্যক্ত সেতু চুরি করার অপরাধে চোর চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ।
রোববার (১০ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিহার রাজ্যের অমিয়াবর গ্রামে সেচ বিভাগের সরকারি কর্মকর্তা পরিচয়ে কয়েকজন ব্যক্তি ৩০ বছর পুরনো ও ৬০ ফুট দীর্ঘ ওই সেতুটি খুলে নিতে যান।
স্থানীয়রা ধারণা করেন, এতো পুরনো পরিত্যক্ত সেতুটি যেহেতু ব্যবহার করা হয় না, তাই হয়তো সরকার সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আগেও সেতুটি প্রতিস্থাপন করতে স্থানীয় সেচ বিভাগের কাছে আবেদন করেছিলেন তারা।
ওই ‘কর্মকর্তারা’ ভারী যন্ত্রপাতি ও গ্যাস কাটার নিয়ে দুইদিনের চেষ্টায় সেতুটি সম্পূর্ণ খুলে ফেলতে সক্ষম হন। এরপর ভাঙা লোহালক্কড় একটি গাড়িতে তুলে চলে যান তারা।
এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার জানান, জনগণের সম্পত্তি নষ্ট করে সেতু চুরির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
ভারতে ভাঙ্গারির ব্যবসা একটি লাভজনক আয়ের উৎস। সরকারি সম্পত্তি থেকে ধাতব অংশ চুরি করে বিক্রির ঘটনা সেখানে অহরহ ঘটে থাকে।