মিশরের পর্যটন প্রতিমন্ত্রী ও সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাধীনতা দিবসের কেক কাটেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মিশরে বিদেশি বন্ধু ও কূটনীতিকদের সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।
দেশটির রাজধানী কায়রোর একটি হোটেলে গত সোমবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মিশরের পর্যটন প্রতিমন্ত্রী ড: ঘাদা শ্যালাবি প্রধান অতিথি এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী আয়মান কামেল বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন।
মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম অতিথিদের অভ্যর্থনা জানান এবং তাদের নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কেক কাটেন।
রাষ্ট্রদূত তার স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও মিশরের ঐতিহাসিক এবং বর্তমান সুসম্পর্কের উপর আলোকপাত করেন।
স্বাধীন হওয়ার পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে মিশর প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় বলে উল্লেখ করেন তিনি।
ড: ঘাদা শ্যালাবি ও আয়মান কামেল তাদের বক্তৃতায় মিশর সরকারের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানান এবং ভ্রাতৃপ্রতিম ২ দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মিশরের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনৈতিক এবং বাংলাদেশি কমিউনিটি নেতারা অংশ নেন।