“মার্কেটে একযোগে অগ্নিসংযোগ- নাশকতামূলক কাজ কিনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে”- মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাড: আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, সকলের ধারণা হঠাৎ করেই রাজধানীর বড় বড় শপিং মার্কেট গুলোতে অগ্নিকান্ডের বদলে একযোগে অগ্নিসংযোগ হচ্ছে কিনা। দেশকে অস্থিশিল করতে এটা নাশকতা মূলক কাজ কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ সময় মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশে একটি মানুষও ক্ষুধার্থ থাকবে না। যাদের জমি নেই, ঘর নেই, তাদেরকে জমি ঘর দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রোববার (১৬ এপ্রিল) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ২২/২৩ অর্থ বছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২য় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল প্রমূখ।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।