‘‘সারাদেশে খবর দে কোঠা প্রথার কবর দে’’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিকালে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘কোনো বাধাই আন্দোলন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পারবে না। এছাড়াও আমাদের দাবি না মানলে ও আমাদের শান্তি সমাবেশে বাঁধা দিলে কঠোর পরিস্থিতি কর্মসূচি ঘোষনা করা বলে জানান তারা।
এদিকে কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিলের পূর্বে সরিষাবাড়ীর রিয়াজ উদ্দিন স্কুল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী জানাজা এতে অংশ নেয়।