গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওয়ালটন কারখানায় অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন মুমুর্ষ অবস্থায় শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ওয়ালটন কারখানার ভেতর ইফতারী খাওয়ার পর হটাৎ তারা অসুস্থ হয়ে পরলে দ্রুত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে আসলে তিনজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় ওয়ালটন কারখানার শ্রমিকরা ক্ষীপ্ত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অগ্নি সংযোগ করেছে। অপরদিকে দুইপাশের প্রায় ৪ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে তীব্র যানজটের।
নিহতরা হলেন, টাঙ্গাইল সদরের গোশাইর জোয়াইর এলাকার নুরুল ইসলামের ছেলে আশরাফ আলী (৩০)’ ভূয়াপুর থানার বারবারই গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল বারেক বারী (২৯), সিরাজগঞ্জের চৌহালী থানার কুর্কি মধ্যপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৮)।
আল আমিন হোসেন (২৮) নামের আরেক শ্রমিক হাসপাতালে মুর্মুষ অবস্থায় ভর্তি আছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। চার শ্রমিকই কারখানার পাউডার কোটিং সেকসনের অপারেটর ছিলেন।
(বিস্তারিত আসছে)