বিশ্ব

ইসরায়েল-হামাস যুদ্ধ : ২৪ ঘণ্টার উল্লেখযোগ্য খবর

গত সপ্তাহে সাত দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর সোমবার গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বর্ধিত স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল।

৭ অক্টোবর গাজা থেকে হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে একটি নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, সেখানে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত এবং প্রায় ২৪০ জন জিম্মি হয়। জবাবে ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি নিয়ে বিমান, সমুদ্র এবং স্থল আক্রমণ শুরু করে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এতে প্রায় ১৫ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছে।এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় হামাস ৮০ জন ইসরায়েলি জিম্মিকে ২৪০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেয়। আরো ২৫ জন জিম্মিকে চুক্তির বাইরে মুক্ত করা হয়েছিল, যাদের বেশির ভাগ থাই নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় এখনো ১৩৭ জনকে জিম্মি করে রাখা হয়েছে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker