আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স ছিল ৫৬ বছর। আজ সোমবার রাতে ঢাকার গ্রিন রোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। খালিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত শিল্পী ও উপস্থাপক তানভীর তারেক।
তিনি জানান, সন্ধ্যার পরে তিনি অসুস্থ বোধ করেন। বাসা থেকে তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদে ছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। মাঝে কিছুদিন প্রবাসেও কাটান। বেশ কিছুদিন হলো তিনি দেশেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।