জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের শালাইপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটও পাননি বর্তমান ইউপি সদস্য প্রার্থী (তালা প্রতীক) রবিউল ইসলাম রানা।
অন্যের ভোট না পেলেও নিজের দেওয়া ভোটের ফল না পাওয়ায় নির্বাচন অফিসে ঘোরাফেরা করছেন এই সদস্য প্রার্থী। একটি ভোটও না পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। নির্বাচন অফিস বলছে, কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারই বিষয়টি ভালো বলতে পারবেন।
গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে কুসুম্বা ইউপিতে ভোট হয়। নির্বাচনে সবার মতো বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন রবিউল। সোমবার ভোট গণনা করে দেখা যায়, তিনি একটি ভোটও পাননি। রবিউল ইসলাম বলেন, ‘স্ত্রীসহ আত্মীয়-স্বজনের কথা বাদ দিলাম, কিন্তু আমার নিজের দেওয়া ভোটটি গেল কোথায়?’ নির্বাচন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বলতে পারবেন।’