জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আক্তারুজ্জামান বেলাল। এ নিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পরে রাত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ আশিকুর রহমান সরকার ভোটের ফলাফল ঘোষণা করেন।
ভাইস চেয়ারম্যান পদে আক্তারুজ্জামান বেলাল (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫৩ হাজার ৬৫২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৯৯২ ভোট।
উল্লেখ, সদর উপজেলা নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার (মটর সাইকেল) প্রতীকে ৬৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান এবং নাজনীন আক্তার রুমি (কলসি) প্রতীকে ৮৬ হাজার ৬৩২ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।