মুহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি:
ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রেটেকশন অ্যান্ড হিউম্যানিপারিয়ান এইড অপারেশন (ইকো) এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ এর নেতৃত্বে “স্কেলিং-আপ ফোরকাস্ট-বেসড অ্যাকশন ইন লার্নিং ইন বাংলাদেশ” (সুফল-২) প্রকল্পটি ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর মাধ্যমে জামালপুর জেলার মাদারগঞ্জ এবং সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
“দূযোর্গ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতি বছরের ন্যায় এবারো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে সুফল-২ প্রকল্পের মাধ্যমে জেলা ও উপজেলা এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয় করে মাদারগঞ্জ, জামালপুর জেলায় দিবসটি পালন করা হয়। বন্যা পূর্বাভাস বার্তাকে সহজে বোধগম্য করতে এবং জনগণের কাছে পূর্বাভাস বার্তার প্রচার প্রসারে এবং পূর্বাভাস ভিত্তিক আগাম প্রস্তুুতিতে ইএসডিও এর মাধ্যমে কেয়ার বাংলাদেশের “সুফল-২ প্রকল্প” মাদারগঞ্জ উপজেলার (চরপাকেরদহ, জোড়খালী, গুনারীতলা এবং বালিজুড়ী) ৪টি ইউনিয়নে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে এবং বন্যার সময় প্রাণী সম্পদ (গরুর) খাদ্য সংকট পুরণে সাইলেজ তৈরি পদ্ধতি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনার অববাহিকার কমিউনিটির উপর মৌসুমী বন্যার প্রভাব কমাতে, জরুরী প্রস্তুতি, সাড়াদান ও পুনরুদ্ধার প্রক্রিয়ার কার্যকারিতা উন্নত করতে এবং বন্যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি লাঘব করতে “স্কেলিং-আপ ফোরকাস্ট-বেসড অ্যাকশন ইন লার্নিং ইন বাংলাদে” (সুফল-২) প্রকল্প জামালপুরসহ কুড়িগ্রাম, গাইবান্ধা এবং বগুড়া জেলায় কাজ করে যাচ্ছে।