টাঙ্গাইল

টাঙ্গাইলে ভোট কেন্দ্র ফাঁকা: তিন ঘন্টায় ১ ভোট

টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নেই ভোটের উৎসব। বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কোন কেন্দ্রে ৩ ঘন্টায় একটি আবার কোন কেন্দ্রে ১০ টি ভোট পড়েছে।

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ৩ নং ভোট কক্ষে তিন ঘন্টায় একটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম।

স্থানীয় একাধিক নেতাকর্মীরা জানায়, এখন ধান কাটার ভরা মৌসুম। শ্রমিকের মুল্য ১ হাজার টাকা। মহিলারা বাড়ির কাজ শেষে ভোট দিতে আসবে। দুপুরের পর ভোটার উপস্থিতি অনেকটা বাড়বে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো জানান, কোন কোন প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখানোর কারণে তারা কেন্দ্রে আসতে ভয় পাচ্ছেন। 

মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, ভোটার উপস্থিতি কম। এ ছাড়া কোন কোন প্রার্থীর এজেন্ট অনুপস্থিত রয়েছেন। তবে এজেন্টদের ভয়ভীতি দেখানো হয়েছে কিনা তা তিনি জানেন না।

মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২ ‘শ ৬৩ ভোট ও মাটিকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১’শ ৬৩ ভোট।

Author

আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি

নাম আব্দুস সাত্তার। তিনি পেশায় একজন সাংবাদিক। তিনি মিশন নাইনটি নিউজের একজন বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker