কক্সবাজার

হোটেল ম্যানেজার অভিযুক্ত আশিকের ঘনিষ্ঠ বন্ধু: পুলিশ

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত নতুন কোনো আসামি ধরা পড়েনি। হোটেল ‘জিয়া গেস্ট ইন’ এর ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার রাতে র্যাব ছোটনকে আটক করে। শুক্রবার রাতে তাঁকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তাঁকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শনিবার বিকেলে শুনানি শেষে বিচারিক তাঁর চার দিনে রিমান্ড মঞ্জুর করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সুপার মো: জিললুর রহমান বলেন, জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ বন্ধু। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক, ইস্রাফিল খুদা জয় ও মেহেদী হাসান বাবুকে ধরতে অভিযান চলছে।

আশিক বাহিনীর অন্যতম সদস্য মোবারকও পর্যটক ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তদন্তে বেরিয়ে আসছে।

জিললুর রহমান বলেন, কক্সবাজার সৈকত পাড়ের মোবারকের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারী ও তাঁর স্বামী ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছেন। নিরাপত্তার পাশাপাশি মামলার তদন্তের স্বার্থে তাদের সহযোগিতা দরকার।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker