ভোলার লালমোহন ও তজুমদ্দিনের লাখ জনতার পরিচিত মুখ, লালমোহনের সন্তান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। সাধারণ অসহায় মানুষের সুখে দুঃখে তাদের সপ্ন বাস্তবায়নের কাজ করে দিন দিন লাখ জনতার ভালোবাসার স্থানে যায়গা দিয়েছেন লালমোহন ও তজুমদ্দিনের জনগণে। তাদের সপ্ন কে বাস্তবায়ন করবেন এমন আসা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে, “সংসদ সদস্য হিসাবে দেখার দাবি জানিয়েন জনগনে।
স্বাধীন দেশে অস্বাধীন্তা থেকে মুক্তির আসা নিয়ে সপ্ন দেখছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার কে নিয়ে লালমোহন ও তজুমদ্দিনের জনগণ। সাধারণত ধনী গরীভ অসহায় ভূমিহীন মানুষের পাশে এসে তারেদ সাথে মিশে, “সুখ দুঃখের কথা শুনে, “তাদের সন্তান কে সুশিক্ষিত করার উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের বঞ্চিত মানুষ দের কে কর্মসংস্থান করে সারা জাগিয়েছেন লালমোহন তজুমদ্দিনে, “তার এমন উদ্বেগ দেখে খুশি সকলে।
তার এমন চিনতা চেতনা দেখে জনগণ এক জোট হয়ে জাতীয় সংসদ সদস্য করে লালমোহন ও তজুমদ্দিনের সাধারণ অসহায় ভূমিহীন মানুষের পাশে রাখার সপ্ন নিয়ে শিক্ষা বঞ্চিত শিশুদের কে সুশিক্ষিত করার উদ্দেশ্য নিয়ে মাদক জুয়া সহ নানান অপরাধ প্রতিরোধ করতে লাখ জনতার সপ্ন বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা সককের। তাদের সপ্ন বাস্তবায়ন রূপ নিবে জ্ঞানী দক্ষ সুশিক্ষিত সংসদ সদস্য তাদের মাঝে আসলে। আর কতদিন থাকবে অমূল্যহীন হয়ে লালমোহন ও তজুমদ্দিনের জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে কি পাবে সাধারণ ভোটার।