ভোলা

ভোলায় জনগণের সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই

ভোলার তজুমদ্দিন উপজেলায় মো: নুরনবী নামে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়ে নগদ ৬০ হাজার টাকা, মোটরসাইকেল, সরকারি পুকুর লিজ নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে বেধম মারধর করে সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে সন্ত্রাসীদের বাধার মুখে তিনি থানায় অভিযোগ দিতে পারেনি। হামলার শিকার মো: নুরনবী উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

হামলার শিকার যুবলীগ নেতা মো: নুরনবী অভিযোগ করে জানান, তিনি সকালের দিকে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে সরকারি একটি পুকুর লিজ নেওয়ার জন্য তজুমদ্দিন উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এ সময় তিনি দুপুর ১২টার দিকে উপজেলায় পরিষদ চত্বরে উপস্থিত হলে সেখানে আগে থেকে অবস্থান করা চিহ্নিত সন্ত্রাসী আলাউদ্দিন ও ফারুকের নেতৃত্বে আরো ৪-৫ জন সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতিরোধ করে। পরে তাকে থামিয়ে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, পুকুর লিজ নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র ও পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে অভিযোগ দিতে থানায় যেতে চাইলে থানার সামনে সন্ত্রাসীদের বাধার মুখে থানায় ডুকতে পারেননি।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ জানান তিনি মোটরসাইকেল ছিনতাইসহ এরকম একটি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে সেখানে গিয়ে মোটরসাইকেল পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker