ভিডিওভোলা
Mission 90 News
Send an email
সেপ্টেম্বর ৮, ২০২১সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ৮, ২০২১
ভোলায় মুজিব বর্ষ উপলক্ষে জেলের মাঝে জীবন রক্ষাকারী উপরকরণ বিতরণ
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
মুজিব বর্ষ উপলক্ষে ভোলায় জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপরকরণ লাইফ জ্যাকেট, লাইফবয়, রেজিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন। আজ মঙ্গলবার সকালে ভোলা সদরের সদুর চর এলাকার কোস্টগার্ড বিসিজি কার্যালয়ে অর্ধ শতাধিক জেলেদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ উপকরণ বিতরণ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঞ্জুরুল আলমসহ উর্ধতন কর্মকর্তারা। পরে প্রধান অতিথি কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী বিসিজি বেইজ স্টেশন বোলা পরিদর্শণ করেন।