ভোলার লালমোহনে ১৩ কেজি গঁাজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ভোলার লালমোহন উপজেলার চর ভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে মোঃ রিপন (২৫), একই গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ইলিয়াস (২৩) ও মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (৩০)।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরের দিকে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাটের বেঁড়িবাঁধ এলাকা থেকে তাদের গাঁজাসহ আটক করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করি। এসময় আরেক জন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে তাকেও আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইন মামলা দায়েরের প্রস্তুতি।