বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশালের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় এর ০১ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখ বুধবার ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।
রেঞ্জ ডিআইজি, জনাব এস এম আক্তারুজ্জামান মহোদয় সকাল ০৯.৩০ ঘটিকায় ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপারে ভোলার সভাপতিত্বে জেলা পুলিশের সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ কল্যাণ সভার সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলা।
সভায় প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মহোদয় আরো বলেন, পুলিশ সদস্যদের জনগনের সাথে আরো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। পায়ে হেঁটে প্রান্তিক জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। তাহলে বিপদে পড়লে তারা পুলিশের কাছে আসবে, স্মরণ করবে এবং যে কোন সংবাদ দ্রুত পৌঁছে দিবে। পুলিশ সদস্যদের আরো বেশি আন্তরিকতা, দক্ষতা এবং পেশাদারিত্ব অর্জনের দিকে মনোযোগী হওয়ার কথা বলেন এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে হলে আমাদের ডিজিটালাইজড এর কোন বিকল্প নেই বলে তাঁর বক্তব্যে তুলে ধরেন।
রেঞ্জ ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানকল্পে আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আমরা এক বৈশ্বিক মহামারির ভিতর দিয়ে দিন অতিবাহিত করছি। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে এবং পুলিশ পরিবারের সকল সদস্যকে করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।
একই দিনে জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ১০.৩০ ঘটিকায় ভোলা সদর মডেল থানায় নবনির্মিত গেইট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধন করেন এবং ১০.৪০ ঘটিকায় ভোলা পুলিশ অফিসস্থ পাবলিক রিলেশন অফিসার (PRO) এর কক্ষ উদ্বোধন করেন। পরে পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেন এবং ভোলা সদর সার্কেল অফিস ও দুলারহাট থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
বিশেষ কল্যাণ সভায় জনাব কাজী মোঃ ছোয়াইব, পুলিশ সুপার, মিডিয়া এন্ড ক্রাইম, রেঞ্জ অফিস, বরিশাল, জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা, জনাব মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ভোলা, জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারি পুলিশ সুপার, রেঞ্জ অফিস বরিশার, জনাব কপিল গাইন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।