জেলা পুলিশ সুপার কে বিদায়বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ভোলা প্রেসক্লাবের সাংবাদিকরা। সরকার মোহাম্মদ কায়সার টাঙ্গাইল জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। পুলিশ সুপারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছেন ভোলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার ১১ টায় আর টিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু’র সঞ্চালনায় দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ভোলা প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্বারক দেওয়ার আয়োজন করা হয়।
এসম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী। তিনি বলেন সৎ নিষ্ঠার সাথে সব সময় ভোলা জেলার সাধারণ অসহায় মানুষের পাশে সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ধারিত কার্যক্রমের উপর কঠোর ভূমিকা রেখেছেন বিদায় অতিথি সরকার মোহাম্মদ কায়সার।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোক্তাদির বিল্লাহ্, ও সকল ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ এডিশনাল এসপি আবুল কালাম আজাদ, ভোলায় কর্মরত বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।