“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর সকাল ১১:০০টায়, উপজেলা চত্ত্বরে পতাকা উত্তলনের মাধ্যমে দিবসটি শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি উপজেলা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এরপর দুপুর ১২ ঘটিকার সময়, উপজেলা পরিষদ হল রুমে সুমন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য কুড়িগ্রাম ২, গোলাম রব্বানী সরকার চেয়ারম্যান, উপজেলা পরিষদ ফুলবাড়ী, সমবায় অফিসার কাওছার আলী, সাহাজাহান মিয়া বাদশা, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখা, নুরুল হুদা দুলাল সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখা, মজিবর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফুলবাড়ী উপজেলা, রাজিব কুমার রায়, অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, আজিজার রহমান মাষ্টার, সভাপতি, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ ফুলবাড়ী উপজেলা শাখা, তৌকির হাসান তমাল সভাপতি উপজেলা ছাত্র লীগ ফুলবাড়ী শাখা, শামীমা আক্তার পারুল, সমবায়ী উদ্যোক্তা ফুলবাড়ীসহ সভায় উপস্থিত ছিলেন, মাহাবুব হোসেন সরকার লিটু, সভাপতি উপজেলা প্রেস ক্লাব, হারুন অর রশিদ হারুন জাতীয় পাটি ফুলবাড়ী উপজেলা, নার্গিস আক্তার রেহানা, নারী উদ্দোক্তা ও সংগঠক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক উপজেলা প্রেস ক্লাব ফুলবাড়ী। সভার শেষে সফল সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.