ছুটির দিনে মেট্রোরেল যেন পরিণত হয়েছে বিনোদনকেন্দ্রে। ঢাকার বাইরে থেকেই অনেকে পরিবার নিয়ে এসেছেন মেট্রোরেলে চড়তে, বিনোদন নিতে। ফলে শুক্রবার (৩০ ডিসেম্বর) উত্তরা উত্তর স্টেশন ও আগারগাঁও মেট্রোস্টেশনে ঢল নামে হাজারো মানুষের।
দুই স্টেশনে সরেজমিনে দেখা গেছে, মেট্রোরেলে চড়তে এক থেকে দেড় ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে। অনেকে দীর্ঘ লাইনের সারি পার হতে অস্বস্তি বোধ করেছেন।
গাজীপুর বাঘের বাজার থেকে পরিবার নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন কামরুল হাসান। সঙ্গে স্ত্রী রাবেয়া সুলতানা ও দুই মেয়ে। মেট্রোরেলের প্ল্যাটফর্মে উঠতে তাদের অপেক্ষা করতে হয়েছে দেড় ঘণ্টা।
কামরুল বলেন, দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে উঠতে পেরেছি। এখানে মানুষের অনেক ভিড়। আর কিছু সময় দাঁড়িয়ে থাকলে টিকিট পেতাম না।
অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে গেছেন, কারণ মেট্রো বন্ধ হয়ে গেছে ১২টার পর।
নরসিংদী শিবপুর থেকে শরিফুল, অয়ন, সাদমান ও মৃদুল ঢাকায় এসেছেন মেট্রোরেলে চড়তে। দীর্ঘ লাইনের কারণে তারা মেট্রোরেলে উঠতে না পেরে বাড়ি ফিরে যাওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া দ্বিতীয় তলায় টিকিট বিক্রয় মেশিনের সামনেও দীর্ঘ লাইন দেখা গেছে।
মেশিনের সামনে অপেক্ষারত সুবোধ কর্মকার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ভালো লাগছে। শেখ হাসিনার হাত ধরে সত্যিই দেশ এগিয়ে যাচ্ছে। তবে কিছুদিন গেলে আর লাইন থাকবে না। এখন সবাই ঘুরতে এসেছেন। বিনোদনপ্রেমীদের ভিড়ে মেট্রোরেলে ১০ মিনিটের জন্য চড়তে ঘণ্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে। সামনে এমন লাইন থাকবে না।