ভারতের রাফাল ধ্বংস করে ইতিহাস গড়ল পাকিস্তান!
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত, রাফাল ভূপাতিতের দাবি পাকিস্তানের
পাকিস্তানের পাল্টা প্রতিরোধে ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। ফ্রান্সের তৈরি এই অত্যাধুনিক জঙ্গি বিমান যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়ার এটিই প্রথম নজির, যদি ঘটনাটি সত্য প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফ্রান্সও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন জানায়, ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন—পাকিস্তান রাতের আঁধারে ভারতের তিনটি রাফাল বিমান ধ্বংসের দাবি করেছে, এবং বিষয়টি এখন খতিয়ে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।
কাশ্মীর অঞ্চলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে ‘দাসো অ্যাভিয়েশন’-এর লোগো দেখা গেছে, তবে এটি রাফাল কিনা তা স্পষ্ট নয়। ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি, এবং দাসোও সিএনএনের অনুরোধের জবাব দেয়নি।
রয়টার্স জানিয়েছে, জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, ভারতীয় ও পশ্চিমা কূটনৈতিক সূত্র অনুসারে। নিউ ইয়র্ক টাইমসও জানিয়েছে, ভারতের অভ্যন্তরে দুই থেকে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সেগুলো কোন মডেলের তা জানা যায়নি।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে—
- তিনটি রাফাল
- একটি মিগ-২৯
- একটি এসইউ-৩০
- একটি ড্রোন
তারা আরও দাবি করেছে, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি তল্লাশিচৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দুই দেশের এই সংঘাতে এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের ছয়টি শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও।
ভারতের সামরিক আধিপত্যে রাফাল ছিল একটি প্রতীক। যুদ্ধক্ষেত্রে এই বিমান ভূপাতিত হওয়ার দাবি সত্য হলে তা ভারতের জন্য কৌশলগত ও মনস্তাত্ত্বিকভাবে বড় ধাক্কা হবে। অপরদিকে পাকিস্তানের সামরিক সক্ষমতা প্রদর্শনের দিক থেকে এটি হবে একটি গুরুত্বপূর্ণ প্রচার-সাফল্য।