ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আকাশপথে উত্তেজনা তৈরি হওয়ায় ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয়েছে। নিরাপত্তাজনিত শঙ্কার কারণে এসব ফ্লাইট আকাশপথে পাকিস্তানের উপর দিয়ে না গিয়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছেছে।
এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, ফ্লাইটগুলো কোনওটি মাঝ আকাশে থেকেই গন্তব্য বদল করে, আবার কোনওটি আগেই বিকল্প রুটে উড়াল দেয়।
টার্কিশ এয়ারলাইন্স ও জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট পরিবর্তন
-
টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা-গামী TK-712/713 ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
-
অপরদিকে, জাজিরা এয়ারওয়েজের 531/532 নম্বর ফ্লাইটটি reroute হয়ে দুবাইয়ে যায়। একই ফ্লাইটের ফিরতি অংশ 533/534 ঢাকায় না গিয়ে কুয়েত ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়,
বুধবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্টেড হওয়া ফ্লাইটগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। আঞ্চলিক আকাশপথ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ফ্লাইট পরিচালনায় স্বাভাবিকতা ফিরছে।
বুধবার (৭ মে) পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই অঞ্চলটিতে বিমান চলাচলে ঝুঁকি বাড়ে। ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।