কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব (কেএপিসি)’র উদ্যোগ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২রা এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনটির সভাপতি মো: মাসুদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল লতিফ,কটিয়াদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ সাব্বির জামান রনি ও শেখ দিলদার, আচমিতা ইউপির চেয়ারম্যান মতিউর রহমান মতি।কটিয়াদী পৌর আওয়ামীলীগের সিনিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিঃ সহ-সভাপতি মহিউদ্দিন লিটন, সহ সভাপতি মোঃ আনোয়ারুল হক আমান,সৌরভ আহমেদ সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু,সহ সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ নবী, ইত্তেফাক প্রতিনিধি ব্রজ গোপাল বণিক, ইনকিলাব প্রতিনিধি এম এ কুদ্দুস, কালবেলা প্রতিনিধি বদরুল আলম নাঈম,মানবকন্ঠ প্রতিনিধি মোজাম্মেল হক বর্ণালী,আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রুবেল বর্ণালী, যায় যায় দিন (মনোহরদী) প্রতিনিধি তাজুল ইসলাম, সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষ্ণ কেশব সাহা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজ রাজা,প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুজ বাঙ্গালী ও পল্লী শক্তি বার্তা প্রতিনিধি মাহমুদুর রহমান রতন ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় বক্তারা কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
পরে ইফতারের পূর্ব মূহুর্তে কদমতলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু রায়হান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।