কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশের সমন্বয়ে সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া এলাকায় উপজেলার সবচেয়ে বড় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। দূরদূরান্ত থেকে জুয়ারিরা এখানে খেলতে আসতো। এলাকাটি প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় এখানে ঘাঁটি করে জুয়ারিরা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় জুয়াড়িরা। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় জুয়ারীদের ব্যবহৃত ০৪টি সিএনজি, ০৪টি মোটরসাইকেল এবং জুয়ার সরঞ্জামাদি হিসেবে ব্যবহৃত বোর্ড, টেবিল, চেয়ার, তাস, সামিয়ানাসহ অন্যান্য সামগ্রী পরিত্যক্ত হিসেবে জব্দ করে হোসেনপুর থানা পুলিশ।
শনিবার (৩০শে মার্চ ) বিকেলে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর গুঁড়িয়ে দেয় পুলিশ।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাহিদ হাসান সুমন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে যায়।