গাজীপুর

কালিয়াকৈরে ইট ভাটায় অভিযান, আর্থিক জরিমানা

পুনম শাহরিয়ার ঋতু, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন না থাকায় তিনটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্মমান আদালত। এসময় তিনটি ইট ভাটাকে দুই লাখ পঞ্চাশ টাকা আর্থিক জরিমানা ও তিনটি ইট ভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব কাজী তামজিদ আহমেদ এর নেতৃত্বে অবৈধ ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপ পরিচালক নয়ন মিয়া, সহকারী উপ পরিচালক মাইনুল হক, সহকারী উপ পরিচালক মমিন ভূঁইয়াসহ পুলিশ ও আনসার সদস্যরা।

এসময় তিনটি ইটভাটার মধ্যে নাছির ব্রিকসকে ১ লক্ষ টাকা, জহির জুবায়ের ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে এবং ন্যাশনাল ব্রিকস এ কোন লোকজন না থাকায় আর্থিক জরিমানা করতে পারেনি ভ্রাম্যমান আদালত।

তিনটি ইট ভাটার মধ্যে দুইটিকে আড়াই লক্ষ টাকা নগদ আর্থিক জরিমানা আদায় করা হয় ।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker