কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন
ভস্মীভূত ‘দ্যা আটলান্টিক ক্রুজ’; পর্যটকরা না থাকায় বড় বিপর্যয় থেকে রক্ষা
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামক একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম আগুন নির্বাপণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতায় জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকরা জাহাজে না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে:
সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘স্কোয়াব’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকদের তুলে নেওয়ার জন্য জাহাজটি ঘাটে আসছিল। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। জাহাজের ইঞ্জিন রুম বা অভ্যন্তরীণ কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের শান্ত নদীতে হঠাৎ দাউদাউ করে জ্বলতে থাকা জাহাজটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। পর্যটন মৌসুমে এমন দুর্ঘটনার ফলে ওই জাহাজের যাত্রীদের ভ্রমণে বিঘ্ন ঘটেছে, তবে বিকল্প ব্যবস্থায় তাদের সেন্ট মার্টিন পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও জাহাজের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজটি ভস্মীভূত হওয়ায় মালিকপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
