কক্সবাজার সৈকতে তিন দিনে ভেসে এল ছয় জেলের মরদেহ
কক্সবাজারের সৈকতে তিন দিনে ছয়টি মরদেহ জোয়ারের পানিতে ভেসে এসেছে। এসব মরদেহ সাগরে ডুবে যাওয়া মাছ ধরা নৌকার জেলেদের বলে স্থানীয় লোকজন মনে করছে। গত শুক্রবার ঝোড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে ডুবে যাওয়া একটি মাছ ধরা নৌকার ৯ জেলেসহ কমপক্ষে ৭০ জন জেলে নিখোঁজের তথ্য রয়েছে নৌকা মালিক সমিতির কাছে।
সর্বশেষ গতকাল রবিবার সকালে সাগর পারের পশ্চিম কুতুবদিয়া পাড়ার চরে ভেসে আসে একটি মরদেহ।
এর আগে দুই দিনে উখিয়ার ইনানী ও পেঁচারদ্বীপ এলাকার চর থেকে উদ্ধার করা হয় আরো পাঁচজনের মরদেহ। এ নিয়ে তিন দিনে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সৈকতের উদ্ধারকারীরা মনে করছেন, গত শুত্রুবার ডুবে যাওয়া নৌকা বা নিখোঁজ নৌকার জেলেদের মরদেহ হতে পারে এগুলো। সাগরে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কলাতলী এলাকার সাগরে ডুবে যায় একটি ট্রলার।
স্থানীয় লাইফগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি চালিয়ে ৯ জেলেকে উদ্ধার করলেও বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন।
কক্সবাজার মাছ ধরা নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার ডুবে যাওয়া নৌকাটি ছাড়াও একই সময় সাগরে আরো তিনটি নৌকা নিখোঁজ রয়েছে। এসব নৌকায়ও অন্তত ৭০ জন জেলে রয়েছেন। সবার বাড়ি কক্সবাজারে।