মাহমুদুল হাসান লিমন, গলাচিপা উপজেলা:
পিরোজপুর জেলার কদমতলা সাত বেকুটিয়া থেকে
গত ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার মোঃইমরান হোসেন হাং এর ছেলে স্বপ্তম শ্রেনীর ছাত্র মোঃ ইয়াসিন আরাফাত নিখোঁজ হন। নিখোঁজ এর পর তার বাবা পিরোজপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
পুলিশের তৎপরতায় গত ২৭ জুন গলাচিপা পৌর শহরের একটি ভ্যানের উপর থেকে ঘুমন্ত অবস্থায় কিশোরটিকে উদ্ধার করেন গলাচিপা থানা পুলিশ। এর পর থানার হেফাজতে রেখে কিশোরের পরিবার এর খোঁজ করা হয় পরে জানা যায় পিরোজপুর সদর থানায় নিখোঁজ হিসেবে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সেই সূত্র ধরে গলাচিপা থানা পুলিশ কিশোরটির অভিভাবক কে খবর দিয়ে কিশোরটিকে পরিবারের কাছে তুলে দেন।
গতকাল রাত নয় ঘটিকায় কিশোরটিকে তার বাবার হাতে তুলে দেন গলাচিপা থানার পুলিশ তদন্ত মোঃআতিকুল ইসলাম তিনি জানান গলাচিপা থানার টহল টিম কিশোরটিকে গলাচিপা পৌর শহরে একটি ভ্যান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, পরবর্তীতে পরিবার এর খোঁজ নিয়ে তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। কিশোরটি অপহরণের শিকার নয় সে হারিয়ে গিয়েছিল।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.