সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, যা তার নিজ শহর কারদাহে অবস্থিত। এএফপির ধারণ করা ফুটেজে বুধবার এ ঘটনা দেখা গেছে।
এ ছাড়া ভিডিওতে ইউনিফর্ম পরিহিত বিদ্রোহী যোদ্ধা ও তরুণদের পুড়ে যাওয়া সমাধি দেখতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অন্যদিকে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এএফপিকে জানায়, বিদ্রোহীরা সমাধিস্তম্ভে আগুন লাগিয়েছে, যা আসাদ পরিবারের আলাওয়াইট সম্প্রদায়ের লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।
এএফপির ফুটেজে মাজারের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এ ছাড়া হাফেজ আল-আসাদের সমাধি ধ্বংস হয়ে গেছে।
এএফপি জানিয়েছে, সমাধিটি একটি বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এর স্থাপত্য নকশা জটিল, যার বাইরের অংশে পাথরে খোদিত অলঙ্করণ রয়েছে। সেখানে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্য সদস্যদের সমাধিও রয়েছে।
বাসেলকে ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু ১৯৯৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
এর আগে ইসলামপন্থী বিদ্রোহীদের দ্রুত আক্রমণে রবিবার সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করা হয়। পরে তারা দামেস্কে পৌঁছনোর পর আসাদকে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার পরিবারের ৫০ বছরের বেশি সময়ের শাসন শেষ হয়।