ভারতের সাত দফার লোকসভা নির্বাচন পর্বের আজ তৃতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভারতের মোট ১১ রাজ্যের ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর সেনা।
পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রেও ভোটগ্রহণ চলছে আজ। এর মধ্যে রয়েছে- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর।
আজ মঙ্গলবার যে ৯৩ আসনে ভোট হচ্ছে, সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই ৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৭২টি।
গুজরাটের সব আসনে জিতেছিল বিজেপি। তৃতীয় দফায় ৯৩টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের ৪টি প্রদেশের পাশাপাশি গুজরাটের ২৫টি, কর্ণাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, মধ্যপ্রদেশের ৯টি, ছত্তিশগড়ের ৮টি, বিহারের ৫টি, আসামের ৪টি, গোয়ার ২টি, দাদরা ও নগর হভেলির ১টি এবং দমন ও দিউয়ের ১টি লোকসভাকেন্দ্র রয়েছে।
ভোট শান্তিতে হলেও পশ্চিমবঙ্গের ভোট সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে। মুর্শিদাবাদে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
হরিহরপাড়ায় কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। মালদহে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডোমকলেও তৃণমূল ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জঙ্গিপুরে বিজেপির দুই এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। সেখানেও বিজেপি প্রার্থী চলে যান।
দলের এজেন্টদের বসানোর দাবি করেন। রানিনগরে সিপিএমকর্মীকে মারধর করা হয়। তিনি কয়েক ঘণ্টা কলাবাগানে লুকিয়ে থাকেন বলে অভিযোগ। মালদহ দক্ষিণের একটি বুথে পুলিশ ভোট নিয়ন্ত্রণ করছে বলে বিজেপি প্রার্থী অভিযোগ করেন।
এদিকে তৃতীয় দফায় ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সকাল ৭টা ৩০ মিনিটের একটু পরই ভোটকেন্দ্রে পৌঁছেন তিনি। গুজরাটের আহমেদাবাদের রনিপের নিশান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সেখানে স্বাগত জানান।
মোদিকে একঝলক দেখতে জড়ো হয়েছিলেন বহু অনুরাগী। অনেকে ‘মোদি মোদি’ বলে স্লোগান দিতে থাকেন ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে ভোটের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই চেতনা থেকে দেশবাসীকে ভোট দিতে হবে। তিনি আরো বলেন, ‘আমি গুজরাটের ভোটার। এটাই একমাত্র জায়গা, যেখানে আমি নিয়মিত ভোট দিই। অমিত ভাই এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন…।’
আহমেদাবাদে ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী মোদি দেশের ভোটারদের কাছে ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর আগামী ১৩ মে চতুর্থ দফায় ৯৬টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা।