আন্তর্জাতিক

নিজ কার্যালয়ে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল তার নিজ কার্যালয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঘটা এ বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। খবর: বিবিসি। 

স্থানীয় পুলিশ বলেছে, বিস্ফোরণটি কি থেকে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কোনও জঙ্গি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে ঘটনার দায় স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ইসলামের শত্রুদের ঘটানো বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।

মুজাম্মিল এর আগে পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের গভর্নর থাকাকালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে শোনা গেছে।

পুলিশ বলেছে, এ হামলায় আরেকজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। অনিশ্চিত কয়েকটি খবরে বলা হয়, এটি ছিল আত্মঘাতী হামলা।

তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।

বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ আট বিদ্রোহী ও অপহরণকারীকে হত্যার দাবি করার দিনেই গভর্নর নিহতের এ ঘটনা ঘটল। তবে ওই বিদ্রোহীরা কোন গোষ্ঠীর ছিল সে বিষয়ে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কিছু জানায়নি তালেবান কর্তৃপক্ষ।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker