
সঙ্গী অনেক দূরে থাকলে বহুদিন দেখা হয় না। প্রযুক্তির বদৌলতে একটু যা ভিডিওকলেই কথা হয়। অনেকের দেখা-সাক্ষাতের কোনো সুযোগও মেলে না। কাজেই প্রিয়জনকে চুমু খেতে হলেও ফোনেই উড়ন্ত চুম্বন পাঠানো ছাড়া বিকল্পও নেই। তবে এ ঝামেলা থেকে মুক্তি দিতে পারে একটি যন্ত্র, যার নাম ‘কিসিং ডিভাইস’। সঙ্গী যতই দূরে থাক, এ যন্ত্রের মাধ্যমে চুমু দেওয়া যাবে যেন তার ঠোঁটে ঠোঁট রেখেই। অনেকটা শারীরিক অন্তরঙ্গতার অভিজ্ঞতা মিলবে।
চীনের সাংঝাই প্রদেশের এক সংস্থা এ যন্ত্রটি তৈরি করে। অবশ্য যন্ত্রটি নিয়ে ইন্টারনেটে বেশ বিতর্কও তৈরি হয়। এ যন্ত্রের উদ্ভাবনী দলের প্রধান ডিজাইনার জিয়াং ঝংলি। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার প্রেমিকার সঙ্গে লং ডিসটেন্স সম্পর্ক ছিল। আমরা কেবল ফোনে যোগাযোগ রাখতাম। আর সেখান থেকেই এ যন্ত্র উদ্ভাবনের অনুপ্রেরণা মেলে।
তিনি আরো বলেন, এ যন্ত্রটির পেটেন্ট করেছিলাম ২০১৯ সালে। তার মেয়াদ এ বছরের জানুয়ারিতে শেষ হয়েছে। এখন তার আশা, অন্য কেউ হয়তো আগ্রহী হয়ে এ যন্ত্রের পেটেন্ট নবায়ন করে এর ডিজাইন আরো উন্নত করবেন।
এই যন্ত্রের নাম ‘কিসিং ডিভাইস’। সিলিকনের তৈরি ঠোঁট আছে এই যন্ত্রে। তাতে লাগানো আছে বিশেষ সেন্সর যাতে নরম, উষ্ণ ঠোঁটের স্পর্শ পাওয়া যায়। চুমু খাওয়ার সময় মনেই হবে না যন্ত্রে চুমু খাচ্ছেন। কার্যত চুমুটি ভার্চুয়াল হলেও অনুভূতি কিন্তু হবে একশো শতাংশ খাঁটি।
প্রেমিক বা প্রেমিকা, যত দূরেই থাকুক না কেন, এই ডিভাইসের কল্যাণে তারা কাটাতেই পারবেন ব্যক্তিগত কিছু একান্ত মুহূর্ত। ঠোঁট ছোঁয়ালে মনে হবে যেন সঙ্গীর ঠোঁট। ঠোঁটে গভীর চুমু খেতে চাইলে সেই ঠোঁটেরই অনুভব হবে। মনে হবে, একেবারে সঙ্গীর ঠোঁটের মতোই উষ্ণ সেই ঠোঁট।
চুমু খাওয়ার সময় ঠোঁটে যে ধরনের প্রেশার পড়ে বা মুভমেন্ট হয়, এমনকি সেই উষ্ণতাকেও একরত্তি যন্ত্রের মধ্যে ধরানোর চেষ্টা করেছেন গবেষকরা। এমনকি চুম্বনের শব্দও ইউজারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই যন্ত্রের মাধ্যমে।
কিসিং যন্ত্র ব্যবহার করার জন্য ইউজারকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে। এবার ইউএসবি ক্যাবলের মাধ্যমে ফোনের চার্জিং পোর্টের সঙ্গে যন্ত্রটিকে কানেক্ট করতে হবে। আর যন্ত্রটিকে পেয়ার করতে হবে সঙ্গীর মোবাইলে থাকা অ্যাপের সঙ্গে। তাহলেই ভিডিও কলের সঙ্গে সঙ্গেই ভার্চুয়াল চুম্বনও আদানপ্রদান করতে পারবেন প্রেমিক-প্রেমিকা।