ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ভয়াবহ অবস্থা গ্রিসের। দেশটির পশ্চিমাঞ্চলের জাকিন্থোস দ্বীপে দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবারের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ সোমবার গ্রিসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রিসের এভিয়া দ্বীপের পাইনগাছের জঙ্গলের একটা বড় অংশে দাবানল ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা ও পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আগুন নেভাতে গতকালও অগ্নিনির্বাপণকর্মী ও স্থানীয় লোকজনকে মরিয়া হয়ে চেষ্টা করতে দেখা গেছে। গতকাল রবিবার জাকিন্থোস দ্বীপে আগুন নেভাতে গিয়ে বিধ্বস্ত হওয়া অগ্নিনির্বাপক বিমানের পাইলট নিরাপদ ও সুস্থ আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে অগ্নিনির্বাপণকর্মীরা এগিয়ে আসেন।
দেশটির নাগরিক সুরক্ষাবিষয়ক উপমন্ত্রী নিকোস হার্দালিয়াস জানান, দ্বীপের উত্তর অংশের দাবানল সৈকতের গ্রামগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উভয় দিকেই বড় ধরনের আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ১৭টি উড়োজাহাজ ও হেলিকপ্টার একযোগে কাজ করছে। গ্রিসে দাবানলে একজন ফায়ার সার্ভিস কর্মীসহ এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছেন