ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ান হামলায় ২১ জনের মৃত্যুর পরপরই শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল আরেক ইউক্রেনীয় শহর মিকোলাইভ।
শনিবার (২ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোর থেকেই মিকোলাইভ অঞ্চলে এয়ার রেইড সাইরেন বেজে চলেছিল। এরপরই বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় মিকোলাইভের মেয়র ওলেকজান্দার সেঙ্কেভিচ শহরবাসীকে শেলটারে আশ্রয় নিতে বলেন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও ইউক্রেনের দাবি, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া।
এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, সচেতন ও ইচ্ছাকৃতভাবে এসব মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া।
ফ্রন্টলাইন থেকে অনেক দূরে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া দূরপাল্লার মিসাইল হামলা করেছে বলে অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি, তাদের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা।