সুইডেনে নেসপ্রেসোর একটি কারখানায় সরবরাহ করা কফির চালান থেকে পাঁচশ’ কেজি কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ।
শুক্রবার (৬ মে) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সুইডেনের ফ্রিবোর্গ অঞ্চলের রোমোন্ট শহরের ওই কারখানার কর্মীরা কফির বস্তায় সাদা পাউডারের মতো পদার্থ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচটি শিপিং কন্টেইনার থেকে পাঁচশ’ কেজি কোকেইন জব্দ করে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, কোকেনের এ চালানটি ব্রাজিল থেকে এসেছে।
ঘটনার পর এক বিবৃতিতে নেসপ্রেসো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কারখানায় উৎপাদিত কফি ক্যাপসুল এ কোকেন দ্বারা দূষিত হয়নি। তাদের সব পণ্য ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে বিবৃতিতে ভোক্তাদের আশ্বস্ত করে তারা।
ফ্রিবোর্গ অঞ্চলের নিরাপত্তা প্রধান মার্ক আন্দ্রে জানান, জব্দ করা কোকেনের বিশুদ্ধতার হার শতকরা ৮০ শতাংশ। এর মূল্য আনুমানিক ৫৩ মিলিয়ন ডলার।
এ কোকেন ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।