প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করতে বৃহস্পতিবার ঢাকায় এক দিনের সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড: এস জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার (২৫ এপ্রিল) নয়াদিল্লিতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড: এস জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি নিয়ে যাবেন।
জয়শঙ্করের আসন্ন ঢাকা সফরের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশে ভারতের সাবেক হাই-কমিশনার শ্রিংলা গণমাধ্যমকে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় যাচ্ছেন এবং এটি একদিনের সফর হবে।’
তিনি জানান, জয়শঙ্কর একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবেন এবং একই দিন নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সাইবার ঝুঁকি মোকাবেলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত
প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের ৫০তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করেছেন।
ভারত উচ্চ পর্যায়ের সফর এবং বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্ককে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে বিবেচনা করে।