ভারতে রেললাইনে শুয়ে থাকা এক তরুণীর ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ার পরও তিনি স্বাভাবিকভাবেই ফোনে কথা বলছিলেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ১২ এপ্রিল দীপাংশু কাবরা নামে একজন পুলিশ কর্মকর্তা টুইটারে ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশন হিসেবে লিখেন, ‘‘‘ফোনে খোশগল্প করা কত বেশি গুরুত্বপূর্ণ!’’ এরপরই মূলত ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শনিবার (১৭ এপ্রিল) বিকেল পর্যন্ত ভিডিওটি দেড় লাখের বেশি ভিউ হয়েছে।
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর শুরুতে একটি মালবাহি ট্রেনকে রেলস্টেশন অতিক্রম করতে দেখা যায়। ট্রেনটি চলে যাওয়ার পর পরই দেখা যায়, একজন তরুণী রেললাইনে শোয়া থেকে উঠে বসেন এবং সেখানে বসেই তিনি কাউকে মুঠোফোনে কল করেন।
এরপর স্বাভাবিকভাবেই ফোনে কথা বলতে বলতে তিনি রেললাইন থেকে বেরিয়ে স্টেশনে প্রবেশ করেন। যেন তার সঙ্গে কিছুই ঘটেনি।
একজন টুইটার ব্যবহারকারী ওই তরুণীকে তার বীরত্বের পুরস্কার হিসেবে একটা কষিয়ে চড় মারতে বলেছেন।
এছাড়া কেউ কেউ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়কে ট্যাগ করে ওই তরুণীকে গ্রেপ্তার করারও দাবি জানিয়েছেন।