বাবা-মা মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন। কিন্তু সেই পাত্রকে বিয়ে করতে রাজি ছিলেন না মেয়ে। তাই এমন কাণ্ড ঘটালেন ওই তরুণী, যা কল্পনা করতে পারবে না কেউই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হবু বরকে গোপনে দেখা করার খবর পাঠান সেই তরুণী।
সারপ্রাইজ ডেটে হবু বউয়ের ডাক পেয়ে বিনা সংশয়ে সাড়া দেন হবু বর। কিন্তু সুযোগ বুঝে তার ওপর চড়াও হন হবু বউ। ঘাড়ে ছুরি দিয়ে কোপ দেন ওই তরুণী।
জানা গেছে, ভারতের রাজ্য অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে এ ঘটনা ঘটে। পেশায় বিজ্ঞানী রামা নাইডুর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ২২ বছরের পুষ্পার। অথচ পুষ্পা হাই স্কুলও পাস করতে পারেননি। পুষ্পার একেবারেই সম্মতি ছিল না মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করার। তিনি প্রথম থেকেই বিয়েতে আপত্তি করছিলেন। কিন্তু তাকে জোর করেই বিয়ে দিতে চাইছিলেন বাড়ির লোক।
সিনিয়র পুলিশ কর্মকর্তা এস গৌতমী জানান, পুষ্পার কোনো পূর্ব অপরাধজনিত ইতিহাস ছিল না। কিন্তু বিয়ে করতে অনাগ্রহী তরুণী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন চরম কিছু করার। তাই রামা নাইডুকে ডেকে পাঠান সারপ্রাইজ ডেটে। পুষ্পার সঙ্গে তিনটি ছুরি ছিল বলেও জানিয়েছে পুলিশ।
এরপরই ঘটে যায় ভয়ংকর সেই ঘটনা। ছেলেটিকে নিয়ে নিকটবর্তী পাহাড়ের ওপরে উঠছিলেন তিনি। ওই পাহাড়ের চূড়ায় একটি মন্দির রয়েছে। তিনি বলেছিলেন রামার সঙ্গে সেই মন্দিরে যাবেন। স্বাভাবিকভাবেই কোনো সন্দেহ হয়নি হবু বরের। এরপরই সুযোগ বুঝে তিনি হাতের ধারাল ছুরি দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন তার ঘাড়ে।
রামাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান পুষ্পা। দ্রুত রক্তাক্ত রামাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।