প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করতে চলেছেন শেহবাজ শরীফ।
সোমবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব।
তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। নতুন মন্ত্রিসভায় পিএমএল-এন ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়।
এদিকে পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেছেন, নতুন মন্ত্রিসভায় জোটের প্রায় সব দলকেই রাখা হবে। এ জন্য জোটভুক্ত দলগুলোর একটি যৌথ কমিটি চূড়ান্ত করেছে।