আন্তর্জাতিক
Mission 90 News
Send an email
এপ্রিল ১৩, ২০২২সর্বশেষ আপডেট এপ্রিল ১৩, ২০২২
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
০ ১,৪২৬ এক মিনিটেরও কম সময়
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ এপ্রিল) শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাজ শরিফকে জানান, এই অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের স্বার্থে সবগুলো দেশ একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদী।
অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সম্পর্কিত সংবাদ