ইমরান খানকে বোল্ড আউট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ। তিনি তার 34 বছরের রাজনৈতিক জীবনে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। তার পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ। দেশীয় রাজনীতিতে পরিচিত মুখ হলেও আন্তর্জাতিক অঙ্গনে তিনি তেমন পরিচিত নন।
তিনি ২০১৮ সাল থেকে পাকিস্তান জাতীয় পরিষদে বিরোধী দলের নেতা ছিলেন। শাহবাজ তিন মেয়াদে ১২ বছর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।
তিনি প্রদেশের দীর্ঘতম মুখ্যমন্ত্রীও। তিনি ১৯৯৭-১৯৯৯ সাল পর্যন্ত এবং পরে 2008-2018 সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৯ সালে পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের পর শাহবাজকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে সৌদি আরবে নির্বাসিত করা হয়। এরপর ২০০৭ সালে তিনি দেশে ফিরে আসেন।