কোস্টারিকায় জরুরি অবতরণের সময় ভেঙে দুই টুকরো হয়ে গেলো জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ একটি কার্গো বিমান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৫৭-২০০ মডেলের কার্গো বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।
প্রত্যক্ষদর্শী একজন বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অবতরণের পরপরই হলুদ বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। একপর্যায়ে বিমানটি দুই ভাগ হয়ে যায়।
এর পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পৌঁছাতে দেখা গেছে বলেও জানান তিনি।
জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, বিমানের ক্রুরা নিরাপদেই আছেন।
কোস্টারিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক লুইস মিরান্ডা মুনোজ জানান, বিমানটি গুয়াতেমালার উদ্দেশে রওনা হয়েছিল। কারগরি ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণের অনুরোধ জানান পাইলট।