প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শমতো দেশটির চলমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি ড. আরিফ আলভি।
রোববার (৩ এপ্রিল) সবাইকে অবাক করে দিয়ে ইমরান খান পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেন।
পরামর্শ মোতাবেক রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটিতে এখন নতুন নির্বাচন হবে।
এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে, অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার জন্য অভিনন্দন জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, ডেপুটি স্পিকার বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা বাতিল করে দিয়েছেন।
জাতিকে না ঘাবরাতে নির্দেশ দিয়ে তিনি বলেন, আল্লাহ পাকিস্তান পরিস্থিতি দেখছেন।
এসময় আইনপ্রণেতাদের ভোট ক্রয় করার জন্য বিলিয়ন বিলিয়ন রুপি ব্যয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনের জন্য প্রস্তুত হতে উল্লেখ করে তিনি বলেন, কোনো দুর্নীতিপরায়ণ শক্তি দেশের ভবিষ্যত নির্ধারণ করতে পারবে না।
আর ইতোমধ্যে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।