আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের আট শান্তিরক্ষী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারের ক্রু সদস্যদের মধ্যে ছয়জন পাকিস্তানের, একজন রাশিয়ার ও একজন সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তারা কেউ জীবিত নেই।
জানা গেছে, কিভু প্রদেশে বিধ্বস্ত হেলিকপ্টারটি পুনরুদ্ধার অভিযানে ছিল। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, কঙ্গোতে একটি পুনরুদ্ধার অভিযান চালানোর সময়, একটি পুমা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে ছয়জন পাকিস্তানি সেনাও রয়েছে।
মঙ্গলবার এক শোক বার্তায় জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন।
কঙ্গোর সশস্ত্র বাহিনী (এফএআরডিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
Just In | Eight UN peacekeepers killed in helicopter crash in DR Congo, says Pakistan military
(reports AFP) pic.twitter.com/IVQqiNwNO2
— Hindustan Times (@htTweets) March 29, 2022