বেশ কয়েকদিন যাবৎ ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ তার বিষয়টি ভাইরাল হয়েছে। ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে ইতিমধ্যে পাকিস্তানের করাচিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে গত রবিবার অনে পাকিস্তানি ছাত্ররা করাচির প্রেস ফোরামের সামনে জড়ো হয় এবং তারা ভারতের মুসলমানদের বিরুদ্ধে এসব পদক্ষেপের নিন্দা জানায়।
এসময় বিক্ষোভকারীরা ভারত বিরোধী স্লোগান দেয় এবং ভারতের মুসলিম পুরুষ ও নারীদের সাথে সংহতি জ্ঞাপন করে।
ভারতের হিজাবের বিষয়ে বিতর্ক শুরু হয় গত মাসে দক্ষিণ কর্ণাটক রাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে।