আন্তর্জাতিক

ভারতীয় বাহিনী বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে, পাকিস্তানও দিচ্ছে পাল্টা জবাব

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের দখলকৃত পেহেলগামে প্রাণঘাতী হামলায় ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক, নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আজ শুক্রবার শ্রীনগরের বিভিন্ন এলাকায় অন্তত ডজনখানেক ঘরে অভিযান চালায় ভারতীয় বাহিনী। অভিযানে বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র, মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

কাশ্মীর মিডিয়া সার্ভিস জানায়, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে ইউএপিএ (Unlawful Activities Prevention Act) আইনের আওতায় এই তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তান এ ঘটনার জন্য ভারতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এদিকে, সর্বদলীয় হুররিয়ত কনফারেন্স (এপিএইচসি)-এর মুখপাত্র অ্যাডভোকেট আব্দুর রশিদ মিনহাস বাড়িঘরে অভিযান, মালামাল লুট ও সম্পত্তি ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানান। ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী উপত্যকাজুড়ে ব্যাপক ধরপাকড়, বাড়ি ভাঙচুর ও দুই হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে। এমনকি গত সপ্তাহে অভিযুক্তদের পরিবারের ঘরবাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় আজাদ কাশ্মীর সরকার নিয়ন্ত্রণ রেখা (LoC) সংলগ্ন ১৩টি আসনের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেন, জরুরি প্রয়োজনে ১ বিলিয়ন রুপির তহবিল গঠন করা হয়েছে, যার মাধ্যমে খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হবে। এছাড়া রাস্তাঘাট সচল রাখতে সরকারি-বেসরকারি যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে এবং বৃহস্পতিবার কাশ্মীরে এক হাজারের বেশি ধর্মীয় স্কুল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker