মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
রক্তকমল তরুণ দল (আরকেটিডি-২১) কিশোরগঞ্জ সংগঠন এর উদ্যোগে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন এর (জিবিএস) ভাইরাস রোগে আক্রান্ত তরিকুল এর চিকিৎসার জন্য ৬৫,০০০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, রক্তকমল তরুন দল (আরকেটিডি)সংগঠন এর উপদেষ্টা মন্ডলির সদস্য মাহবুবুর রহমান পারভেজ ও আল-আমিন অপু । আরও উপস্থিত ছিলেন রক্তকমল তরুণ দল সংগঠন এর সংক্রিয় স্বেচ্ছাসেবী তাসরিফ খাঁন আশিক,রনি এবং অর্থ সম্পাদক সাকিব হাসান রাফি।
এছাড়াও রক্তকমল তরুণ দল এর উদ্যোগে হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকার ক্যান্সার আক্রান্ত (সোহাগ)এর চিকিৎসার জন্য ১০,০০০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য:-রক্ত কমল তরুণ দল নিঃস্বার্থ রক্তদাতাদের একটি সংগঠন সর্বদা মুমূর্ষু রোগিদের রক্ত ম্যানেজ করে দিয়ে দেশব্যাপি বেশ সুনাম অর্জন করেছে।পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত গৃহহীন,অসুস্থ অসহায় মানুষদের নিয়ে কাজ করে।”রক্তকমল তরুণ দল”এর হয়ে আর্থিক সহায়তা পাঠান দেশ ও প্রবাসের অসংখ্য স্বেচ্ছাসেবীরা।যাদের পাঠানো অর্থে হাসি ফুটে মলিন মুখে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.